ছারছীনা থেকে মোঃ হাফিজুল ইসলামঃ
ছারছীনা শরীফের মরহুম পীর মোজাদ্দিদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ:) এর ৩০ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ছারছীনা দরবার শরীফে দুইদিনব্যাপী বিভিন্নমূখী কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। ৩০ মাঘ বাদ ফজর সম্মিলিত কুরআন তেলাওয়াত, বাদ জোহর থেকে এশার পূর্ব পর্যন্ত মরহুম হুজুর (রহঃ) এর স্মরণে ছাত্রদের হামদ-না’ত, মর্ছিয়া, জীবন শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগীতা। বাদ এশা খতমে শবিনা। ১লা ফাল্গুন বাদ ফজর কুরআন খতম ও ছারছীনা আলিয়া ও জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার শিক্ষকদের জীবন শীর্ষক আলোচনা। বাদ জুমআ মিলাদ-ক্বিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এতে উপস্থিত ছিলেন – ছারছীনা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, উপাধ্যক্ষ মাওঃ মোঃ রুহুল আমিন ছালেহী, ছারছীনা জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুদীর মাওঃ মাহমুদুম মুনীর হামীম প্রমূখ।