চাঁদপুর সদর প্রতিনিধি :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃআঃ) আজ চাঁদপুরে শুভাগমণ করায় পৌরসভার ১৩নং ওয়ার্ডের ওয়্যালেস রেলগেট মুন্সিবাড়ি খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে ঈছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে।
বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম প্রদান করেনو এরপর পবিত্র কুরআন তেলাওয়াতو হামদ-নাতের মাধ্যমে দুইুদনব্যাপী মাহফিলের কার্যক্রম শুরু হয়।
আগামীকাল শুক্রবার বাদ জুমআ হযরত পীর ছাহেব কেবলা দেশو জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করবেন।
মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এবং ছারছীনা দরবারের অরাজনৈতিক সংগঠন জমইয়াতে হিযবুল্লাহর, যুব ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দকে মাহফিলে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার।