স্টাফ রিপোর্টার :
ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কর্মবীর মহান সাধক সমাজ সংস্কারক মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ (রহঃ) আজ থেকে ৩০ বছর পূর্বে ১৯৯০ সালের ১৩ ই ফেব্রুয়ারি, ১ লা ফাল্গুন রোজ মঙ্গলবার বিকাল ৪.৪৫ মিনিটে লক্ষ লক্ষ মানুষকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে তিনি রফিকে আ’লার ডাকে সাড়া দিয়ে চলে যান। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। তার স্মৃতিচারণ করে গতকাল বাদ মাগরীব ঢাকাস্থ বনানী খানকায়ে নেছারিয়া ছালেহিয়ায় ইন্তেকাল বার্ষিকী ও বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সাংগঠিনিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে তা’লিম পরিচালনা করেন ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা আলী আকবর, ইউনাইটেড ঢাকার সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ মৌলভী মোঃ ইসমাইল মিয়া।
এ ছাড়াও বিভিন্ন জোনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।