চট্টগ্রামের চন্দনাইশে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার শামসুল আলম, সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. মুজিব রহমান, একই উপজেলার বালিয়াপাড়া এলাকার উম্মে হাফসা, কক্সবাজারের চকরিয়া উপজেলার নূর হোসেন, একই উপজেলার কৈয়ারকুল এলাকার রাজিয়া বেগম ও উখিয়া উপজেলার বাসিন্দা মো. রফিক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরাফাত জানান, চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজারে যাচ্ছিল। দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে স্বাধীন ট্রাভেলসের আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৫ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বাস দুইটি উদ্ধার করা হয়েছে।