আমতলী (বরগুনা) প্রতিনিধি :
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ছারছীনা শরীফের কুত্ববুল আলম হযরত মাওলানা শাহ্ সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) এর ৬৮ তম ও মুজাদ্দিদে যামান হযরত মাওলানা শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩০ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছওয়াব মাহফিলে ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা ওলামা, খোলাফা, পীরভাই, মুহিব্বীন সহ সবৃস্তরের দীনদার মুসলমানদিগকে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
মাহফিলে দরবারের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসীহত করিবেন।
এছাড়াও ১৯ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় অরাজনৈতিক দ্বিনী সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পটুয়াখালী ও বরগুনা জেলার আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে।