স্টাফ রিপোর্টার:
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃআঃ) ২দিনের সফরে আগামীকাল চাঁদপুর আসছেন। পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের ওয়্যালেস রেলগেট মুন্সিবাড়ি খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে ২দিনব্যাপী আগামীকাল ১৩ তারিখ ও তার পরের দিন ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাদ মাগরিব পীর ছাহেব জিকিরের তা’লীমের মাধ্যমে মাহফিলের শুভ উদ্বোধন করবেন এবং শুক্রবার বাদ জুমআ আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি করবেন ।
মাহফিলে ওয়াজ করিবেন ছারছীনা দরবারের বিশিষ্ট আলেম ড.আল্লামা মুফতি কাফিলুদ্দিন সরকার সালেহী, ঢাকা দারুন্নাজাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ওসমান গনি সালেহী , ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রুহুল আমিন আফসারী গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন।
মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এবং ছারছীনা দরবারের অরাজনৈতিক সংগঠন জমইয়াতে হিযবুল্লাহর, যুব ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দকে মাহফিলে আসার অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার।