কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রানিত করতে কাউখালী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দলগতভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ ফেব্রুয়ারি) সরকারি কাউখালী মহাবিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা। এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ রিয়াজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবির, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সমাজ সেবক আঃ লতিফ খসরু, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের প্রভাষক রবিন মুখ্যার্জি, সম্পা সাহা প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে এস.বি সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যায়ে সরকারি কাউখালী মহাবিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুর রেখা বলেন, সকল দেশের চেয়ে সেরা আমাদের এই বাংলাদেশ। তেমনি আমাদের জাতীয় সংগীত টাও দেশের মতন সেরা জাতীয় সংগীত্য। তাই আমাদের গর্ব আমাদের জাতীয় সংগীত। এজন্য সকল শিক্ষার্থীদেরকে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার আহব্বান জানান তিনি।