পটুয়াখালী প্রতিনধিঃ
‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা ইশারা ভাষা দিবস-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। উন্নয়নের রোল মডেল এই বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না উল্লেখ করে তিনি বলেন বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাদের মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারে সেজন্য প্রমিত ইশারা ভাষা সম্পর্কে তাদেরকে সচেতন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।