আন্তর্জাতিক ডেস্ক :
আবারও হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজা থেকে রকেট হামলার জবাবে বুধবার এ হামলা চালানো হয়েছে বলে অবৈধ রাষ্ট্রটি দাবি করেছে।
আনাদলু এজেন্সির খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ আদ-দ্বিন আল-কাসেম ব্রিগেডের অবস্থান ও আল-বালাহ শহরের কৃষি জমি লক্ষ্যবস্তু বানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।অবৈধ রাষ্ট্রটির যুদ্ধবিমান থেকে এসব এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে এ হামলার ঘটনায় হতাহতের নিশ্চিত কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে ইসরাইলে রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা এ বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় বিভিন্ন অজুহাতে হামলা চালিয়ে থাকে দখলদার ইসরাইলি বাহিনী।