প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২০, ৭:৪৩ এ.এম
পুলিশের জন্য ভারত থেকে এল ৬ ঘোড়া
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ হচ্ছে ভারত থেকে আনা ছয়টি ঘোড়া। ঘোড়াগুলো দেখার জন্য উৎসুক জনতা যশোরের বেনাপোল পোর্ট থানার সামনে ভিড় জমায়।
মঙ্গলবার রাতে পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়া ৬টি বেনাপোল স্থলবন্দরে আনা হয়। ৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যে ঘোড়াগুলো ভারত থেকে কেনা হয়েছে।
আজ বুধবার ঘোড়াগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গতকাল রাতে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে বেনাপোল স্থলবন্দরে আনা হয়েছে ঘোড়াগুলো।
ছয়টি ঘোড়ার মধ্যে চারটি মাদি ও দুটি মদ্দা ঘোড়া রয়েছে। বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহৃত ঘোড়ার পাল বৃদ্ধির জন্য এসব ঘোড়া আমদানি করা হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.