বুধবার ভোরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ সকালে তাদের অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি লিখেছে, ‘বাংলাদেশ দল এখন ইসলামাবাদের টিম হোটেলে। শুক্রবার শুরু হচ্ছে টেস্ট। আপনার টিকিট সংগ্রহ করে রাখুন।’
পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আজকের দিনটি টিম হোটেলে বিশ্রামে কাটাবেন মুমিনুলরা। আগামীকাল পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভীর নিমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
মঙ্গলবার বিকাল ৫ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা উড়াল দেন বাংলাদেশ টিমের ৬ সদস্য মোহাম্মদ মিঠুন, ইবাদত হোসেন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ণ ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে টেস্ট দলের বাকি সদস্যরা রওয়ানা হন দোহায়। তবে পুরো দল একসঙ্গে যায় ইসলামাবাদে।
সেখান থেকে একই গাড়িতে পৌঁছে রাওয়ালপিন্ডিতে।