ফেইসবুক মনিটাইজেশন!
অবশেষে ফেইসবুক বাংলাদেশে ইউটিউবের আদলে মনিটাইজেশন সিস্টেম চালু করলো। এখন থেকে ফেইসবুকেও ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে। তবে সেক্ষেত্রে ফেইসবুক একটি শর্ত দিয়ে দিছে, আর তা হলো মনিটাইজেশন পেতে অবশ্যই ফেইসবুক পেইজ লাগবে (ফেইসবুক প্রোফাইলে হবে না)। ফেইসবুকের সর্বশেষ আপডেটে গতকাল থেকে বাংলাদেশে ফেইসবুক মনিটাইজেশন চালু করলো। আরো বিস্তারিত দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.facebook.com/help/publisher/267128784014981
ইউটিউবে যেমন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ভিউ লাগতো মনিটাইজেশন পেতে তেমনি ফেইসবুক ও কিছু নিয়ম চালু করেছে মনিটাইজেশন পেতে। সর্বমোট পাঁচটি ধাপ পুরন করতে হবে মনিটাইজেশন পেতে হলে, ধাপ গুলো হলো:
1. পেইজ ছাড়া মনিটাইজেশন দিবে না ফেইসবুক।
2. পেইজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে।
3. কমপক্ষে তিন মিনিটের ভিডিওতে এক মিনিট ভিউ হতে হবে এবং শেষ ষাট দিনে ত্রিশ হাজার মিনিট ভিউ হতে হবে।
4. ফেইসবুকের নিয়ম ভঙ্গ করে এমন কন্টেন্ট/ ভিডিও থাকা যাবে না।
5. কান্ট্রি এ্যাভেইল্যাবল হতে হবে (অলরেডি গতকাল থেকে বাংলাদেশ এ্যাভেইল্যাবল)।
উপরের সব গুলো নিয়ম মেনে আপনার কোন পেইজটি ফেইসবুক মনিটাইজেশনের জন্য ইলিজিবল সেটা চেক করতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.facebook.com/business/m/join-ad-breaks
যদি মনিটাইজেশন এ্যাভেইল্যাবল হয়ে থাকে তাহলে ফেইসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনার পেইজটি ম্যানেজ করতে পারবেন, ফেইসবুক ক্রিয়েটর স্টুডিওতে যেতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.facebook.com/creator/studio
আমরা সবাই যেন ফেইসবুক মনিটাইজেশন ভালো কাজে ব্যবহার করি, সস্তা জনপ্রিয়তা এবং কিছু টাকা ইনকামের আশায় ইউটিউবের মতো নোংরামি না করি।
হ্যাপি ফেইসবুকিং।
@Copyright: Mazedul Hoque